আজ ভারত সফরে গ্রীসের পররাষ্ট্র মন্ত্রী এইচ ই জনাব নিকোস ভেন্ডিয়াস দিল্লি তে

আজ ভারত সফরে গ্রীসের পররাষ্ট্র মন্ত্রী এইচ ই জনাব নিকোস ভেন্ডিয়াস দিল্লি তে।।

 

 

মনোয়ার ইমাম সিটিজিট্রিবিউন

 

দীর্ঘদিন বাদে ভারতের সাথে গ্রীসের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে ভারত সফরে আসলেন গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী এইচ ই জনাব নিকোস ভেন্ডিয়াস ও তার সাথে সফরে এসেছেন সেই দেশের বিভিন্ন বানিজ্যিক দলের সদস্যরা এবং কূটনৈতিক ব্যাক্তিরা।

আজ দিল্লিতে পা রাখার পর গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতের উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডুর সাথে সাথে দিল্লি র উপরাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎকার করেন। এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক এবং বানিজ্যিক সম্পর্ক দৃঢ় করা নিয়ে কথা হয়। এবং ভারতের সাথে পুরানো বন্ধুত্ব গড়ে তোলার জন্য চেষ্টা করবেন বলে জানান। সেই সাথে সম্প্রতি রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ শুরু তা নিয়ে আলোচনা হয়। উভয় দেশ চায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা মধ্যে শান্তি স্থাপন হয়।

গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের সরাস্ট্রমন্রী অমিত শাহ এবং ভারতের সামরিক মন্ত্রী রাজনাথ সিঙ এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎকার করবেন বলে জানা যায়। তার পর গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।।

Leave a Reply