বরিশাল জেলার ৯৫ জনগণ সুপেয় পানি থেকে বঞ্চিত: সবুজ আন্দোলন

বরিশাল জেলার ৯৫ জনগণ সুপেয় পানি থেকে বঞ্চিত: সবুজ আন্দোলন

 

 

তারিন আহমেদ সিদ্দিকী সিটিজিট্রিবিউন

 

আন্তর্জাতিক নিরাপদ পানি দিবস উপলক্ষে গতকাল ২২ মার্চ সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল জেলার সভাপতি ডিজাইনার রিয়াদুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবির ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আতার হোসেন, জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সহ-সভাপতি রোকসানা আইভি, সুমাইয়া জাহান জিসান, ইঞ্জিনিয়ার মুনির আহমেদ, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, ডিজাইনার আবির হোসেন, সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলার সাংগঠনিক সম্পাদক তারিন আহমেদ সিদ্দিকী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা পরিবেশ অধিদপ্তর থেকে বরিশাল জেলার প্রাকৃতিক বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি এবং সুপেয় পানি সরবরাহের জন্য তদারকি করছি। বরিশাল অঞ্চল উপকূলে অবস্থিত হওয়ায় সুপেয় পানি পাওয়া অনেকটা কঠিন। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ত পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের সবাইকে পরিবেশ বিপর্যয় রোধে সোচ্চার হতে হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন, বরিশাল জেলার ৯৫ ভাগ জনগণ সুপেয় পানি থেকে বঞ্চিত। আমরা সবুজ আন্দোলন বৃক্ষরোপণ এর পাশাপাশি নিরাপদ পানি নিয়ে কাজ শুরু করেছি। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে আগামীতে এই বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। উপকূলীয় অঞ্চল হিসেবে আমরা সবসময় ঝুঁকির মধ্যে আছি। আমাদের সবাইকে সবুজ আন্দোলনের মাধ্যমে ঐক্ষ্যবদ্ধ হয়ে পরিবেশ বিপর্যয় রোধে আন্দোলন চালিয়ে যেতে হবে।

 

Leave a Reply