চন্দনাইশ দোহাজারীতে কৃষি সম্প্রসারণ মাঠ দিবস অনুষ্ঠিত।
চন্দনাইশ দোহাজারীতে কৃষি সম্প্রসারণ মাঠ দিবস অনুষ্ঠিত।
ইসমাইল ইমন সিটিজিট্রিবিউনঃ
কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিক সুবিধা প্রাপ্তির জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০ মার্চ (রবিবার) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান এর বাড়িতে পরিত্যক্ত জমিতে ভালো ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষক মো.আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিত্যক্ত জমিতে ভালো ফসল উন্নয়ন প্রকল্পের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,চন্দনাইশ উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.ইমরান হোসেন,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইমতিয়াক আহমদ আরিফ। উপ সহকারী কৃষি অফিসার মৃনাল কান্তি দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপ সহকারী কৃষি অফিসার সৈকত বড়ুয়া,সাতকানিয়া উপ সহকারী কৃষি অফিসার টিটু দাশ,চাগাচর ২ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো.নুরুল ইসলাম,৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. হারুনুর রশিদ,বাদল দাশ,স্বপন দে,কামাল হোসেন, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।