রাঙামাটিতে ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাঙামাটিতে ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

সিটিজি ট্রিবিউন মুহাম্মদ ইলিয়াস রাঙামাটি প্রতিনিধি ১৮-০৩-২০২২ ;

 

রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি পৌরসভা চত্তর থেকে মিছিল শুরু হয়ে জেলা প্রশাসনের সম্মুখস্থ সড়কে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।

রাঙামাটি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, রাঙামাটি পৌরসভা মেয়র ও জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, শ্রমিকলীগ সেক্রেটারী শামসুল আলম, যুবলীগ নেতা ঝিনুক ত্রিপুরা, ছাত্রলীগ নেতা এইস এম আলাউদ্দিন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা, আগামী এক সপ্তাহের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা না হলে, হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রলীগ নেতা-কর্মীরা মৃত্যুর আগেও মানুষের সেবা করে। যা জয় ত্রিপুরা প্রমান করে গেছে ।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, খুনিরা পরিকল্পিতভাবে আমাদের রাজনৈতিক অধিকার হরণে মাঠে নেমেছে। আমাদের কি স্বাধীনভাবে রাজনীতি করার কোন অধিকার নেই? মনে রাখবেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা অনেক সহ্য করেছি। আর সহ্য করা হবে না। দ্রুত ঘাতকদের গ্রেফতার করা না হলে, রাঙামাটি অচল করে দেয়া হবে।

উল্লেখ্য নিহত ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরা(২৫) গত বুধবার দিনগত রাত আনুমানিক আড়াইটার সময় রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতাকে দেখতে গিয়ে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সে রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপ- প্রচার সম্পাদক পদে ছিলেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, যুবলীগ সেক্রেটারী নুর মোহাম্মদ কাজল, মো.সেলিম উল্লাহ প্রমূখ।

 

Leave a Reply