উখিয়ার সোনারপাড়া এলাকা থেকে মানব পাচারকারী ১জন আসামী গ্রেফতার র্যাব-১৫
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম কক্সবাজার;
কক্সবাজার জেলার উখিয়ায় ১২/০৮/২০২২ তারিখ আনুমানিক ২০.০০ টায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন সোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে
পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শাহজাহান (৩০),জেলা- কক্সবাজারকে গ্রেফতার করেছে। আটককৃত আসামী শাহজাহান এর বিরুদ্ধে উখিয়া থানার মামলা,
০১। জিআর মামলা নং ৪০/১৯, ২০১২ সনের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৬(২)/৪ ধারা, ০২। জিআর মামলা নং-২২৫/১৯, ২০১২ সনের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮ ধারা, ৩। জিআর মামলা নং ১৩/১৫, ২০১২ সনের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮ ধারা,
৪। জিআর মামলা নং ৩২১/১৪, ২০১২ সনের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৩০ ধারা, ৫। সিআর মামলা নং-৪৮৪/২২, ২০০৩ সনের যৌতক নিরোধ আইনের ৩ ধারা;মোতাবেক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।