Home আইন ও আদালত জুয়া খেলার ৩ বান্ডিল তাস ও ১৩,২৮৮ টাকা সহ ০৯ জন আটক...

জুয়া খেলার ৩ বান্ডিল তাস ও ১৩,২৮৮ টাকা সহ ০৯ জন আটক করেছে মহানগর গোয়েন্দা

জুয়া খেলার ৩ বান্ডিল তাস ও ১৩,২৮৮ টাকা সহ ০৯ জন আটক করেছে মহানগর গোয়েন্দা
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম:
গত ১৬/০৭/২০২১ইং রাত ২২.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা (দক্ষিণ)  বিভাগের পরিদর্শক জনাব বিশ্বজিৎ বর্মণের নেতৃত্বে ০১ নং টিম পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে
জুয়া খেলার ৩ বান্ডিল তাস ও ১৩,২৮৮ টাকা সহ মোঃ রমজান আলী, মোঃ সাজেদুল ইসলাম, মোঃ ফয়সাল, শাহাদাত হোসেন, মোঃ এরশাদ, মোঃ রাব্বি, তৌহিদুল ইসলাম, আওলাদ হোসেন ও মোঃ সাজ্জাদ হোসেন রাকিব কে আটক করে।
গ্রেফতারকৃতঃ
১। মোঃ রমজান আলী(৫২), পিতা-মৃত হাকিম উদ্দিন খন্দকার, মাতা-মৃত জাবেদা, সাং-সিসা মন্ডল পাড়া, চন্দ্রীপুর ইউনিয়ন, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, বর্তমানে-ষোলশহর, রেলস্টেশন পিছনে বশর এর কলোনী, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম,
২। মোঃ সাজেদুল ইসলাম(৩৫), পিতা-আব্দুল কাদের, মাতা-সাজেদা বেগম, সাং-কচুয়ার খামার, বাদল চেয়ারম্যান বাড়ী, ২নং ওয়ার্ড, থানা ও জেলা- গাইবান্ধা, বর্তমানে-ষোলশহর মসজীদ কলোনী, সাতকানিয়া ভাড়া ঘর, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম,
৩। মোঃ ফয়সাল(৩০), পিতা-হারুনুর রশিদ, মাতা-আনোয়ারা বেগম, সাং-ভুলু সওদাগর পাড়া, সরকার বাড়ী, ওয়ার্ড নং-০৪, থানা-গোসাইর হাট, জেলা-শরীয়তপুর, বর্তমানে-কদমতলী, মোক্তারপুল, লেয়াকত আলীর ভাড়াঘর, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম,
৪। শাহাদাত হোসেন(২১), পিতা-মৃত সিরাজুল ইসলাম, মাতা-মৃত দেলোয়ারা বেগম, সাং-গুয়াদার পাড়া, হালিমদের বাড়ী, ইউনিয়ন ৬নং, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-রিয়াজউদ্দিন বাজার, কাপড়ের দোকানের কর্মচারী, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম,
৫। মোঃ এরশাদ(৩০), পিতা-মৃত মোহাম্মদআলী, মাতা-মৃত রহিমা বেগম, সাং-ধাইয়াপাড়া, রফিক সওদাগর কলোনী, সেমিপাঁকা ঘর, থানা-ডবলমুরিং, চট্টগ্রাম,
৬। মোঃ রাব্বি(২৬), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-পারভিন আক্তার, সাং-আইলাবাদ, মুন্সী বাড়ী, থানা-নবীনগর, জেলা-বি-বাড়ীয়া, বর্তমানে-সিটি কলেজ স্ট্যাফ কোয়াটার, সদরঘাট, চট্টগ্রাম,
৭। তৌহিদুল ইসলাম(৩৬), পিতা-নুরুল আবছার, মাতা-নুর বেগম, সাং-খাসকামার, আলী মিঞার বাড়ী, ইউপি-১০নং, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম,
৮। আওলাদ হোসেন(৪৫), পিতা-মৃত মুন্সি মিঞা, মাতা-আবেদা খাতুন, সাং-লাভ লেইন, ঝাউতলা, মোমিন রোড, রোড নং-০৪, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম,
৯। মোঃ সাজ্জাদ হোসেন রাকিব(২০), পিতা-মোঃ রফিক, মাতা-রাশেদা বেগম, সাং-চকবাজার বড় মিঞা মসজিদ, ঠান্ডা বাপের বাড়ী, সেমিপাঁকা ঘর, থানা-বাকলিয়া, চট্টগ্রাম।

NO COMMENTS

Leave a Reply