Home আইন ও আদালত যশোর হতে ইয়বাসহ ০২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

যশোর হতে ইয়বাসহ ০২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

যশোর হতে ইয়বাসহ ০২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

আয়াজ সানি সিটিজি ট্রিবিউন;

র‍্যাব-৬, ১৪ জুলাই ২০২১ তারিখ ০৪:৪৫ টার সময় র‍্যাব-৬,(যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর মেডিকেল কলেজের প্রধান গেইট এর সামনে পাকা রাস্তার কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ওআইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে ঘটনাস্থল থেকে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে

আসামী ১। প্রসেনজিৎ রায় (২৬), পিতা-বিষ্ণ রায়, সাং- শংকরপুর, ২। সন্ধ্যা বেগম বৃষ্টি (২২), স্বামী- শহিদুল ইসলাম হিরা, পিতা-মৃত আসাদ হোসেন ব্যাপারী, সাং- বেজপাড়া (টিবি ক্লিনিক এর দক্ষিণ পাশের) উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোরদ্বয়’কে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১৭০(একশত সত্তর) পিস ইয়বা ট্যাবলেট, ০৩ টি মোবাইল পোন, ০৪ টি সীমকার্ড ও ০১ টি মটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ কবে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

NO COMMENTS

Leave a Reply