Home আইন ও আদালত নৌ পুলিশ আংটিহারা নৌ ফাঁড়ি, খুলনা থেকে অবৈধ মশারী জাল উদ্ধার

নৌ পুলিশ আংটিহারা নৌ ফাঁড়ি, খুলনা থেকে অবৈধ মশারী জাল উদ্ধার

নৌ পুলিশ আংটিহারা নৌ ফাঁড়ি, খুলনা থেকে অবৈধ মশারী জাল উদ্ধার

আয়াজ সানি সিটিজি ট্রিবিউন:২১ জুন, ২০২১।

নৌ পুলিশের অর্জনঃ—সরকার ঘোষিত সমুদ্রসীমায় ৬৫ দিন মৎস্য আহরন নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নে আংটিহারা নৌ ফাঁড়ি, খুলনা কর্তৃক অবৈধ মশারী জাল উদ্ধার।

আংটিহারা নৌ ফাঁড়ি, খুলনা এর ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ খুলনা জেলা কয়রা থানাধীন কপোতাক্ষ নদীর মুখ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক বিহীন পাতানো অবৈধ মশারী জাল ১২,০০০ (বার হাজার) মিটার জব্দ করা হয়।

যার আনুঃ মূল্য-৪,২০,০০০/-(চার লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা।

NO COMMENTS

Leave a Reply