Home বিনোদন ছোট্ট সারাএখন নায়িকা দেখুনতো তাকে চেনা যায় কিনা?

ছোট্ট সারাএখন নায়িকা দেখুনতো তাকে চেনা যায় কিনা?

0 0

ছোট্ট সারাএখন নায়িকা দেখুনতো তাকে চেনা যায় কিনা?

ছবিতে ফোলা ফোলা গাল নিয়ে শান্ত ভাবে তাকিয়ে থাকা বছর তিন-চারেকের বাচ্চাটিকে চিনতে পারছেন?
না পারলে কয়েকটা সূত্র ধরিয়ে দেওয়া যেতে পারে। যেমন—

১. এই ছোট্ট মেয়েটি এখন বলিউডের নায়িকা।

২. সেই নায়িকা আবার তারকা সন্তান। নবাব পরিবারের সদস্য তিনি।

২০১৮ সালে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে একটি ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

৪. কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে।

৫. শেষ তাঁকে দেখা গিয়েছিল বরুণ ধবনের সঙ্গে ‘কুলি নম্বর ১’ ছবিতে।

এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। ছবিতে এই ছোট্ট মেয়েটা বলিউড অভিনেত্রী সারা আলি খান। সারার পিসি অর্থাৎ সইফের বোন সাবা আলি খান তাঁর ছোটবেলার এই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। গত শুক্রবার একই ভাবে সারার ভাই ইব্রাহিম আলি খানেরও ছোটবেলার একটি ছবি ভেসে উঠেছিল তাঁর নেটমাধ্যমের দেওয়ালে। সাবা নিজে ক্যামেরার সামনে বিশেষ আসেন না। তবে তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলে পাওয়া যায় পটৌডি পরিবারের অসংখ্য অদেখা ছবি। ভাই সইফ আলি খানের সঙ্গে কাটানো শৈশব থেকে শুরু করে শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পটৌডির যৌবনকালের নানা মুহূর্ত সেখানে যত্নে সাজিয়েছেন তিনি।খবর :আনন্দবাজারের।

 

NO COMMENTS

Leave a Reply