Home আইন ও আদালত নওগাঁ সদরে কঠোর ভাবে লকডাউন।

নওগাঁ সদরে কঠোর ভাবে লকডাউন।

নওগাঁ সদর লাটাপারা আজ সোমবার সকালে কঠোর ভাবে লকডাউন দেখলে সবাই অবাক হয়ে যাবেন। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সারা দেশের ন্যায় নওগাঁ ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে আজ ৪ -৫ দিনেও কঠোর অবস্থানে নওগাঁ জেলা প্রশাসন।

নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া

বলেন, জেলাবাসী যাতে সুস্থ ও নিরাপদে থাকতে পারে সেই লক্ষে আমার টিম বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে।

জনগনকে সচেতন করতে মাক্স বিতরণ করা হচ্ছে।। অকারনে বা জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেড়িয়ে এসে এই মহামারীর প্রার্দূভাবকে আরও বৃদ্ধি না করতে পারে সেই জন্য আমরা কাজ করছি এবং নওগাঁ সদর বাসীর সহযোগিতায় আমরা এই মহামারীকে প্রতিরোধ করতে সক্ষম হবো।

NO COMMENTS

Leave a Reply