Home সারাদেশ করোনা মহামারি সামালাতে আবারও ৭ দিনের লকডাউন দিতে পারে সরকার ?

করোনা মহামারি সামালাতে আবারও ৭ দিনের লকডাউন দিতে পারে সরকার ?

0 0

চলমান পরিস্থিতিতে প্রাথমিকভাবে মানুষের চলাফেরা সীমিত করার কথা বলছে সরকার৷ প্রয়োজনে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে৷ বিভিন্ন সূত্রে জানা যায়‘যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে এটা বাড়ানো হবে৷’’

এদিকে, লকডাউন নিয়ে ইতিমধ্যে উঠেছে নানান প্রশ্ন এসময় পরিবহণ ব্যবস্থা, গার্মেন্টসসহ অন্যান্য শ্রমখাত কিংবা নিম্নবিত্তের উপর লকডাউনের প্রভাব সরকার কীভাবে বিবেচনা করছে সে বিষয়গুলো এখনো স্পষ্ট নয়৷ আর সাত দিনের লকডাউন সংক্রমণে ঠেকাতে কতোটা কার্যকর উঠেছে সে প্রশ্নও৷

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আসলে লকডাউন মানে কী? ৭ দিনের লকডাউন দিয়ে কী হবে? বিশ্বের কোথাও ৭ দিনের লকডাউন দেওয়া হয়? এ থেকে আমরা কী অর্জন করব?”

অধ্যাপক নজরুল বলেন, ‘‘প্রয়োজনটা কী? কী দেখে তারা প্রয়োজন বুঝবেন? আসলে সারা বিশ্বেই লকডাউনের একটা সংজ্ঞা আছে৷ এটা অন্তত ১৫ দিনের জন্য হতে হবে৷ আমাদের এখানে কী সেটা মানা হয়৷ এভাবে কি লকডাউন হয়৷’

৷ অনেকেই জীবিকার সন্ধানে লকডাউন ভেঙ্গে বেড়িয়ে এসেছিলেন৷ এসব বিষয় সরকার কীভাবে বিবেচনায় নিচ্ছে এমন প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, ‘‘দেখেন ৭ দিনে এমন কিছু হবে না৷

তারপরও যদি প্রয়োজন হয় সরকার সেটা করবে৷ আমরা আসলে লকডাউনটা শুরু করতে চাই, তারপর প্রয়োজন হলে যেটা করা দরকার সেটা করব৷ সরকারকে তো অনেক কিছুই চিন্তা করতে হয়৷’’

প্রসঙ্গত, সংক্রমণ ঠেকাতে লকডাউনসহ নানামুখী পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷ নতুন করে দেওয়া লকডাউন দীর্ঘায়িত করা না গেলে অধিক আক্রান্ত অঞ্চলগুলো চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরমর্শ তাদের৷

এখন যেটা করা দরকার তা হলো বেশি সংক্রমিত এলাকা ঠিক করে সেখান থেকে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করা৷ শুধু লকডাউন দিলেই হবে না, মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে৷ জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের হতে না পারে সেই ব্যবস্থা করতে হবে৷

কিন্তু লকডাউন দেওয়ার পরও যদি মানুষের চলাচল স্বাভাবিক থাকে তাহলে এটা দিয়ে লাভ হবে না৷ পাশাপাশি খেটে খাওয়া মানুষের কথাও চিন্তা করতে হবে৷ তাদের ঘরে থাকতে হলে, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে৷ তাহলেই এটা কার্যকর হবে৷’’

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সারা দেশে শুরু হয় করোনা ভাইরাসের টিকাদান৷ কিন্তু মার্চের শুরু থেকে দেশে আবার নতুন রোগীর সংখ্যা বাড়তে থাকে৷

NO COMMENTS

Leave a Reply