Home বিনোদন  কনিস্ট পুত্রের সাথে সময় কাটাচ্চেন সইফ ইনস্টাগ্রামেছবি দিলেন কারিনা

 কনিস্ট পুত্রের সাথে সময় কাটাচ্চেন সইফ ইনস্টাগ্রামেছবি দিলেন কারিনা

0 0

 কনিস্ট পুত্রের সাথে সময় কাটাচ্চেন সইফ ইনস্টাগ্রামেছবি দিলেন কারিনা

সিটিজিট্রিবিউনডেস্ক নতুন অতিথিকে নিয়ে ইনস্টাগ্রামে লুকোচুরি জারি রেখেছেন করিনা কপূর খান। শুক্রবার ফের সদ্যোজাতর ছবি পোস্ট করলেন অভিনেত্রী। তবে ‘সইফিনা’-র কনিষ্ঠ পুত্রের মুখ রয়ে গেল আড়ালেই।

ছবিতে দেখা যাচ্ছে, সইফ আলি খান তাকিয়ে রয়েছেন নতুন অতিথির দিকে। বাবার পাশে বসে ভাইকে দেখতে ব্যস্ত ছোট্ট তৈমুরও। দুই পটৌডির পরনেই নীলচে ধূসর রঙের টি শার্ট এবং সাদা রঙের প্যান্ট। তবে যার দিকে দু’জনেই এত মন দিয়ে তাকিয়ে, কায়দা করে তার মুখটাই ঢেকে দিয়েছেন করিনা। শিশুমুখের একটি ইমোজি বসিয়ে দিয়েছেন ছেলের মুখের জায়গায়। ফলে দেহের বাকি অংশ দেখা গেলেও থাকল না মুখ দর্শনের উপায়। বিবরণীতে করিনা লিখেছেন, ‘আমার সপ্তাহান্ত এ ভাবে কাটে। আপনাদের?’

কাজের ব্যস্ততা থেকে সময় বার করে সন্তানদের সঙ্গে অবসর যাপন করছেন সইফ। সেই মুহূর্তকেই লেন্সবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন করিনা।খবর আনন্দবাজারের।

NO COMMENTS

Leave a Reply