Home জাতীয় বাংলাদেশের জনগনকে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা

বাংলাদেশের জনগনকে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা

0 0

বাংলাদেশের জনগনকে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা

সিটিজি ট্রিবিউনডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জোভাইডেন ও ফাষ্টtলেডি জিল বাইডেন বাংলাদেশের জনগনকে পহেলা বৈশাখের  ্ও রমজানেরশুভেচ্চা জানিয়েছেন এক টুইট বাতায় বাইডেন জানান

টুইটে বাইডেন বলেন, দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের যেসব মানুষ বৈশাখ, নবরাত্রি, সংক্রান্ত বা এ সপ্তাহে অন্য নতুন বছর উদযাপন করবেন, তাদের সবাইকে আমার এবং জিলের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা।

এছাড়া একই পোস্টে, কম্বোডিয়ান, লাও, বার্মিজ, নেপালি, সিংহলিজ, তামিল, থাই এবং ভিসু জনগোষ্ঠীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন ও জিল দম্পতি।প্রতিবেদন : কেইউকে ।

NO COMMENTS

Leave a Reply