Home জাতীয় ঢাকায় এসছেন ভারতীয় সেনা প্রধান

ঢাকায় এসছেন ভারতীয় সেনা প্রধান

0 0

ঢাকায় এসছেন ভারতীয় সেনা প্রধান

সিটিজি ট্রিবিউন ডেস্ক :পাচ দিনের সফরে ঢাকায় এসছেন ভারতীয় সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে তার এ সফর বলে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন। ঢাকায় এসে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সেনাপ্রধান।

হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সেনাপ্রধানের স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল সফরে তার সঙ্গে থাকছেন।

১২ এপ্রিল সোমবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপলক্ষে ’শান্তির অগ্রসেনা’ শীর্ষক যৌথ সামরিক অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন জেনারেল নরভানে।

প্রতিবেদন : কেইউকে

NO COMMENTS

Leave a Reply