করোনার ধাক্কা কঠিন:মানুষ বাচানোর জন্য যা করার দরকার করবো:প্রধানমন্ত্রী
সিটিজি টিবিউন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস বৈশ্বিক মহামারি হিসেবে দেখা দিয়েছে এবং তাঁর সরকারও সেই ধাক্কা দেখতে পাচ্ছে। মানুষকে বাঁচানোর জন্য সরকার প্রাথমিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সরকার সেটা নেবে।তিনি বলেন আমরা প্রস্তুত আছি । আল্লাহ আমাদের সাথে আছেন।
প্রধানমন্ত্রী সকালে বিসিএস কর্মকর্তাদের ছয় মাসব্যাপী ৭১তম বনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।
শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে চলায় গুরুত্বারোপ করে প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অন্যরাও যেন সুরক্ষিত থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। আজ যাঁরা দায়িত্ব নিয়ে কর্মস্থলে যাবেন, সেখানেও যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে,
সেদিকে আপনারা দৃষ্টি দেবেন।’ তিনি বলেন, ‘আজ এই সভার মাধ্যমে আমি দেশবাসী সবাইকে বলব, প্রত্যেকে স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে মেনে চলে, সেই ব্যবস্থা নেবেন। মানুষের জীবন-জীবিকা চলতে হবে।
মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। সে জন্য সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।# পিআইডি