জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটিতে আমি মোঃ সিরাজুল ইসলাম (গিয়াস)কে যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত করায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ জানাই।তারি সাথে চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্যদের জন্য রইল অভিনন্দন ও শুভকামনা।
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে চট্টগ্রাম জেলা যাদের নিয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাদের নাম ও কর্মরত মিডিয়ার নাম দেওয়া হয়েছে।
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি সাংবাদিকদের সংগঠন বা সংক্ষেপে(জেএসকেএফ) রেজিঃ নং-এস ৯১৬৮।
সোমবার (১লা মার্চ) জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রথম ধাপে চট্টগ্রাম জেলার জাতীয় গণমাধ্যম হতে বাছাইকৃত ১৭জন প্রতিনিধি বিশিষ্ট সংবাদকর্মীদের আংশিক কমিটি(২০২১-২০২২) এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর চট্টগ্রাম জেলার আংশিক কমিটির তালিকাঃ-
(০১)সভাপতি: মাহমুদুল হাসান রাকিব, সম্পাদক, বিবিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম ডটবিডি।
(০২)সিনিয়র সহ-সভাপতি খোকন মজুমদার,চট্টগ্রাম প্রতিনিধি,প্রিয় বাংলাদেশ।
(০৩)সহভাপতি শাহারিয়ার রিপন,সম্পাদক, চ্যানেল সিক্সটি নাইন।
(০৪)সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল(স্টাফ রিপোর্টার, ম্যাজিক বাংলা টিভি।
(০৫)সহ-সাধারন সম্পাদক:মোঃ ইফতেখার উদ্দিন (আসিফ),প্রতিনিধি দৈনিক গণকন্ঠ ও ডেইলি ইনড্রাস্টি।
(০৬)সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান,চট্টগ্রাম প্রতিনিধি, ডেইলি বাংলাদেশ।
(০৭) যুগ্ম সাধারন সম্পাদক:মোঃ শাহজালাল রানা দৈনিক সরজমিন বার্তা।
(০৮)যুগ্ম সাধারণ সম্পাদক:মোহাম্মদ সিরাজুল ইসলাম(গিয়াস), দৈনিক স্বদেশ বিচিত্রা স্টাফ রিপোর্টার -চট্টগ্রাম।
(০৯)দপ্তর সম্পাদক:মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল দৈনিক সরেজমিন স্টাফ রিপোটার
(১০)প্রচার সম্পাদক: হাসান মাহমুদ।দৈনিক ডেসটিনি, চট্টগ্রাম প্রতিনিধি।
(১১)পাঠাগার বিষয়ক সম্পাদক: মোহাম্মদ জিপন উদ্দিন (দৈনিক যায়যায়দিন) ।
এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন (১২)মোহাম্মদ মঈনুল ইসলাম রোকন (দৈনিক পএিকা), (১৩)নুরুল আমিন সোহেল, (বিবিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম ডটবিডি(১৪)মাসুদ আলম(তৃনমূল টিভি),(১৫)মোহাম্মদ সিরাজুল ইসলাম (দৈনিক স্বদেশ বিচিত্রা),(১৬)তানিয়া ইসলাম চৌধুরী বিশেষ প্রতিনিধি,বিবিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম ডটবিডি।(১৭)আক্কাস বিন আবেদিন ,বাংলাদেশমেইল ডট নিউজ।