আজ ২৬ ফেব্রুয়ারি ২০২১খ্রি: দুপুর ১১.৩০ টায় চট্টগ্রাম জেলার নবনির্মিত পুলিশ সুপার অফিস ভবন এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি মহোদয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম-১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সামশুল হক চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, চট্টগ্রাম-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. বি. এম ফজলে করিম চৌধুরী,
চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী,
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার), সিএমপি কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম, চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।