Home চট্টগ্রাম শাহমীরপুরে নৌ-যাত্রী পারাপার ও দূর্ঘটনা রোধকল্পে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত

শাহমীরপুরে নৌ-যাত্রী পারাপার ও দূর্ঘটনা রোধকল্পে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত

0 0

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা দক্ষিণে মিরপুরে উত্তম পাড়া তরুন প্রজন্ম কর্তৃক আয়োজনে
“নিরাপদ খেয়া ঘাট চাই ”
এবং ফাহিম আল ফারুক (অভি) ও সৈকত বড়ুয়ার আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় গত ১৯ ফেব্রুয়ারী । উক্ত সভায় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল শুক্কুর;
সভায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম(সভাপতি)পশ্চিম শাহামিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ, সরোয়ার, প্রদীপ দাশ, নুরুল আলম, মোহাম্মদ ইনাম, নাছির, জয়নাল, মোজাফফর এবং হাসান শরিফ,
নিরাপদ খেয়া ঘাট চাই এর আহ্বায়কঃ-এম.শাহাজাহান ।
গত ১৬ ফেব্রুয়ারী লিচুতলা ১২নং ঘাটে ঘন কুয়াশার কারনে নৌকা দুর্ঘটনায় নিহত হয় অভি,সৈকত বড়ুয়া সহ আরো কয়েকজন,
বিশেষ করে সাম্পান মাঝির অদক্ষতা ও অসেচতনতার কারণেই ঘটে এই নৌ দুর্ঘটনা।

উক্ত সভায় সর্ব সম্মতিতে নিরাপদ ঘাট পারাপার বিষয়ে সবাই সহযোগিতা ও এ বিষয়ে করণীয় গুলো ঠিক করা হয় এবং ভবিষ্যতে যেন আর কোনো মা-বাবা সন্তান হারা না হয় সেজন্য সচেতনতামূলক বক্তব্য প্রাধান্য পায় এই সভায়।
আলোচনা সভা থেকে নিম্নের সমস্যাগুলো উঠে আসেঃ-

১.সরকারী নির্দেশিকা অনুসরণ না করে যাত্রী পারাপার করা,
২.অতিরিক্ত যাত্রী বোঝাই,
৩.নৌকায় লাইফ জ্যাকেট না থাকা,
৪.অদক্ষ চালক দারা সাম্পান চালানো,
৫.শুক্রবারে দিগুন ভাড়া আদায় করা,
৬.যাত্রীদের সাথে বাজে ব্যবহার,
৭.হাজার হাজার যাত্রীদের জন্য মাএ ২টা সাম্পান ইজারাদার কর্তৃক বরাদ্দ রাখা,
৮.নৌ আইন মেনে না চলা ইত্যাদি।

নিজ নিজ জায়গা থেকে আপনার,আমার সকলের এগিয়ে আসতে হবে সচেতনতা গড়ে তুলতে হবে নিজ থেকেই।

NO COMMENTS

Leave a Reply