এমডি ইলিয়াস সেনবাগ প্রতিনিধি :নোয়াখালী সেনবাগে সকালে টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন নোয়াখালী ২ (সেনবাগ, সোনাইমুড়ী আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জনাব মোঃ মোরশেদ আলম এম পি ।
আরো উপস্থিত ছিলেন অত্র কমপ্লেক্স এর UHFPO ডাঃ মো মতিউর রহমান, UNO জনাব সাইফুল ইসলাম মজুমদার, সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ গোলাম কবীর , জনাব আলী আক্কাছ রতন সেনবাগ উপজেলা আওয়ামী লীগ নেতা ,অফিসার ইন চার্জ জনাব মোঃ আব্দুল বাতেন, অত্র কমপ্লেক্স এর আর এম ও ডাঃ মোঃ রফিকুল ইসলাম,
MODC ডাঃ নির্ণয় পাল MTEPI জনাব গিয়াস উদ্দিন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এই টিকা বিকেল ৩ টা পর্যন্ত চলমান থাকবে। এই টিকাদান কর্মসূচীতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি এতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন অত্র এলাকার স্কাউট ও রোভার স্কাউটের সদস্যবৃন্দ।
অগ্রাধিকার অনু্যায়ী সবাই রেজিষ্ট্রেশন করুন। রেজিষ্ট্রেশন করার পর মোবাইলে মেসেজ গেলে নির্ধারিত তারিখে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে টিকা নিন।
টিকাদান কর্মসূচী ছুটির দিন ব্যতিত সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলবে।