Home চট্টগ্রাম মা-মনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মা-মনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0 0

নিজস্ব প্রতিবেদক :বিশিষ্ট সমাজসেবক ও মা-মনি এন্টারপ্রাইজ এর কর্ণধার
নুরুল আলাম শিপুর নেতৃত্বে আজ শুক্রবার সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামের বদ্দারহাটে অসহায় -দুস্থ ও পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

এই সময় উপস্থিত ছিলেন টিপু, জিকু, লিটন, জাবেদ, রানা, রুবেল,রাজু আক্তার,হিরু,মানিক, সহিদ,প্রমুখ । শীতবস্ত্র প্রদান সম্পর্কে নুরুল আলম শিপু বলেন ” ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানাবিক কর্মকান্ড ও আমি পরিচালনা করে থাকি প্রতিনিয়ত ।

এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় বদ্দারহাটে গরীব- অসহায়- দুস্থ ও পথচারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি । এই ধরনের মানবিক কর্মকাণ্ড অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

NO COMMENTS

Leave a Reply