ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সহযোগিতায় ও লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটির আয়োজনে ক্যান্সার সচেতনতায় লিফলেট ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার,৫ ফেব্রুয়ারী, বিকেলে চট্টগ্রাম নগরীর উইমেন কলেজ মোড়ে এ কর্মসূচি পালন করে সংগঠনের সদস্যরা,
ওয়াল্ড ক্যান্সার সোসাইটি চট্টগ্রামের সমন্বয়ক লিও আশিক আরেফিনের সঞ্চালনায় কর্মসুচির উদ্বোধন করেন গোল্ডেন সিটি লিও ক্লাবের প্রাক্তন সভাপতি সাংবাদিক লায়ন নাজমুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন লায়ন্স ড্রিষ্টিক জি এস টি কো-ওর্ডিনেটর ও লিও ক্লাব এডভাইজর লায়ন শওকত আলী চৌধুরী, এম জে এফ।
এ সময় অন্যান্যের মধ্যে লিও সাইফুল ইসলাম, লিও মোঃশহীদুল্লাহ্ সজীব, লিও শাকিল ইমন,লিও মাকসুদা লিমন, লিও তুহিন অভি, লিও আমিনা, লিও শারমিন,লিও সায়মা,লিও আরিফ সহ লিও ও লায়ন জেলা এবং ক্যান্সার সোসাইটির নেতৃবৃন্দ।
বক্তারা ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনাচরণ ত্যাগ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।