সৈয়দ মোঃ নজরুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধিঃ বোয়ালখালীতে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শশুর জমির উদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গতকাল তাকে আদালতে সোপর্দ করা হলে সেখানে ঘটনার সত্যতা অকপটে স্বীকার করে সে।
পুলিশ সূত্রে জানাযায়- পৌর এলাকার পূর্ব কালুরঘাট, চরখিদিরপুর, ৯নং ওয়ার্ডের
কামাল মেম্বারের বাড়ীর মৃত আব্দুস সালামের ছেলে মো: জমির উদ্দিন ড্রাইভারের বিরুদ্ধে
৩ ফেব্রুয়ারি থানায় গিয়ে নারী ও নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১) ধারায় মামলা দাযের করেন তারই পুত্রবধূ। মামলা দায়েরের পর থানার এসআই সাইফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পূর্ব কালুরঘাট, চরখিদিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামী মো: জমির উদ্দিন ড্রাইভারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন । সেখানে ঘটনার সত্যতা অকপটে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম বলেন নিজ পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে জমির উদ্দিন ড্রাইভারকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে সে ঘটনার সত্যতা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।