মোহাম্মদ গিয়াস উদ্দিন সীতাকুণ্ড প্রতিনিধি
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ঘোষণা, ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা। দীর্ঘ ১৯ বছর আগে সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড এবং বাকি ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবীর আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
গেল ২৭ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ৩৪ আসামিকে কারাগারে পাঠানো হয়। মামলাটির ৩০ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য দেন। এ মামলার ৫৪ আসামির মধ্যে ৪ জন মারা গেছেন, ১৬ জন পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে যান। ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা করা হয়। এ ঘটনায় ২৭ জনের নামসহ অজ্ঞাত ৭০ থেকে ৭৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়