আয়াজ আহমাদ:চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ০১ টি ওয়ানশুটার গান, ০১ টি থ্রি কোয়ার্টার গান, ০২ টি চাপাতি, ০২ টি চাকু, ০১ টি তলোয়ার, ০১ টি কিরিচ এবং ৮৫ লিটার চোলাইমদ উদ্ধারসহ ০৪ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭
র্যাব-প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকার জনৈক জামালের পূর্বমুখী সেমিপাঁকা দুচালা টিনসেড ঘরের ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ০২ ফেব্রæয়ারি ২০২১ ইং তারিখ ২২২০ ঘটিকায় র্যাব-৭ একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাব-৭র উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব-র সদস্যরা ধাওয়া করে আসামি ,
তাজমহল বেগম (৩৩), স্বামী- মোহাম্মদ জামাল, পিতা- মৃত বাছা মিয়া, সাং- বটতলী নুরপাড়া, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, ২। আব্দুল খালেক (৫০), পিতা- মৃত সিদ্দিক আহম্মদ, সাং- কুরুশকুর, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, ৩। আবুল হাসেম (৪৫), পিতা- আব্দুল জলিল, সাং- দক্ষিণ হাজীগাঁও , থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম এবং
৪। মোঃ ইসমাইল (৪০), পিতা- মৃত আলী আহম্মদ, সাং- বটতলী আশ্রয়গ্রাম, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে ১নং আসামির বসতঘরের শয়নকক্ষে খাটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০১ টি ওয়ানশুটার গান, ০১ টি থ্রি কোয়াটার গান, ০২ টি চাপাতি, ০২ টি চাকু, ০১ টি তলোয়ার,
০১ টি কিরিচ, ৮৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের আরো জানা যায় দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজেরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে এবং মাদকদ্রব্য সংগ্রহ করে তা বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।