তরুণ রাজনীতিবীদ ও সমাজসেবক, গরিব-দুখী মানুষের মেয়র পদপ্রার্থী মুহাম্মদ ফারুক বাহাদুর, সুষ্ঠ সুন্দর পরিবেশে চন্দনাইশ পৌরসভা নির্বাচন হলে জনগন তাদের মনের মত প্রার্থীকে ভোট দিতে পারলে দক্ষিন চট্টগ্রাম এর চন্দনাইশ পৌরসভায় সুন্নী জনতার বিজয় সুনিশ্চিত।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত সুন্নীয়তের অতন্দ্র প্রহরী তরুণ উদয়মান সমাজসেবক পৌর এলাকা গর্বিত, গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ী যুবক আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর মোমবাতি প্রর্তীক নির্বাচনে অংশ নিয়ে পৌরসভা বাসীর এক আস্হাভাজন হয়ে উঠেছে।
মানুষ পরিবর্তন চাই এর প্রমাণ মিলছে মানুষ এখন থেকে সুন্নী নেতাদের ফুলের মালায় বরণ করে নিচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে।
ভাইস- চেয়ারম্যান মৌওলানা সোলমাইন ফারুকী বলেন,
মানুষের ভালোবাসা, স্নেহ ও বিশ্বাস হলো মানুষের পরমবন্ধু, আর সেই আস্থাভাজন ব্যক্তিত্ব হল ফারুক বাহাদুর।
তিনি আরো বলেন, চন্দনাইশ পৌরসভার উন্নয়নে ফারুক বাহাদুরের গুরুত্ব অপরিসীম এবং ফারুক বাহাদুরকে বিজয়ী করার আহবান জানান।