দিন যত যাচ্ছে সময় ঘনিয়ে আসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা।তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিরতিহীন।ব্যস্ত সময় পার করছে ভোটারদের দুয়ারে দুয়ারে ।
প্রচারণার অংশ হিসেবে মেয়র প্রার্থী রেজাউল করিমের নৌকা এবং ২১ নং ওর্য়াড জামালখান কাউন্সিলর প্রার্থী শৈবাল দাস সুমন এর সমর্থনে চলছে প্রতিদিনের ন্যায় যুবলীগের গণসংযোগ।
দেশ এখন উন্নয়নের স্বপ্নযাত্রায় এগিয়ে যাচ্ছে,
উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রত্যেকটা নেতাকর্মী সাধারন মানুষকে বুঝিয়ে যাচ্ছেন , জনসাধারণকে দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার।
এখন বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র তালিকায় অন্যতম বাংলাদেশ।ডিজিটাল সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে আরও সুদীর্ঘ করার লক্ষ্যে দেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের ২৭ তারিখ কেন্দ্রে এসে ভোট দানের জোর আহবান জানান।
পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য যুবনেতা আবদুল মান্নান ফেরদৌস, ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন,শাখাওয়াত হোসেন সাখু, এড :কাউসার, সাহেদ হোসেন টিটু, এড,আকতারুজামান রুমেল,সৈয়দ আসার উল্লা আদিল, আলমগীর টিপু,জাফর আলম রবিন প্রমুখ।
গণসংযোগে বক্তাগণ উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে ২৭ শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের ভোট দিন জয়যুক্ত করার আহবান জানান।
রিপোর্ট হুমায়ুন কবীর হীরু: