আয়াজ আহমাদ:আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনধরনের সহিংসতা এড়াতে ২০ জানুয়ারি, ২০২১ খ্রী সিএমপিরডাবলমুরিং মডেল থানা কর্তৃক পরিচালিত হয় জনসচেতনতামূলকমাইকিং ও প্রচারণা। পাশাপাশি সন্দেহভাজনদের তল্লাশিও চালানোহয়। এসময় একটি এলজি, এক রাউন্ড গুলি এবং একটি ছোরা সহঅর্জুন দে (২৭) ও মোঃ হারুন @ বাদশা হারুন (৪২) কে গ্রেফতারকরে ডাবলমুরিং থানা পুলিশ। তন্মধ্যে অর্জুন দে ২০১৪ সালেপুলিশ সদস্য নায়েক ফরিদ হত্যা মামলার চার্জশিটে অভিযুক্ত।তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতাসহ চারটি এবং হারুনের বিরুদ্ধেঅস্ত্র, দস্যুতাসহ তিনটি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নির্বাচনকে সামনে রেখে এসবঅস্ত্র এনেছিল বলে জানায়। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরগ্রেফতারেও অভিযান চলছে।
তাদের বিরুদ্ধে সিএমপির ডাবলমুরিং মডেল থানায় একটিনিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিঃ ১। মোঃ হারুন @ বাদশা হারুন (৪২), পিতা– মৃত ছিদ্দিক উল্লাহ, মাতা– মত নুরজাহান বেগম, সাং– পাঁচবাড়িয়া, মিয়াজান ভুইয়া বাড়ী, ডাক– নদনা, থানা– সোনাইমুড়ি, জেলা– নোয়াখালী, বর্তমানে– রঙ্গীপাড়া, আবেদ মৌলভী কলোনী, থানা– হালিশহর, জেলা– চট্টগ্রাম, ২। অর্জুন দে (২৭), পিতা– তপন দে, মাতা– কাঞ্চন দে, সাং– পাঠানটুলী, নজির ভান্ডার লেইন, মাজার সংলগ্ন গলি, ববির বাসা, থানা– ডবলমুরিং, জেলা–চট্টগ্রাম।
মোঃ হারুন @ বাদশা হারুন (৪২) এর বিরুদ্ধে নিম্ন বর্ণিতমামলা সমূহ রুজু আছেঃ
১। সিএমপি এর হালিশহর থানার এফ আই আর নং–২৬/৫৪, তারিখ– ২৬ ফেব্রু, ২০১৮; সময়– ১৩.০৫ ধারা– ৪৫৪/৩৮০পেনাল কোড–১৮৬০; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ –
২। সিএমপি এর ডবলমুরিং মডেল থানার এফ আই আর নং–২০, তারিখ– ১৭ জানু, ২০১৭; জি আর নং–২০, তারিখ– ১৭ জানু, ২০১৭; সময়– ০১.২০ ধারা– ১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
৩। সিএমপি এর ডবলমুরিং মডেল থানার এফ আই আর নং–১৯, তারিখ– ১৭ জানু, ২০১৭; জি আর নং–১৯, তারিখ– ১৭ জানু, ২০১৭; সময়– ১০.০৫ ধারা– ৩৯৯/৪০২ পেনাল কোড–১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত –
অর্জুন দে এর বিরুদ্ধে নিম্ন বর্ণিত মামলা রুজু আছেঃ
১। সিএমপি এর ডবলমুরিং মডেল থানার এফ আই আরনং–২৯/২০৫, তারিখ– ১০ মে, ২০১৯; সময়– ০৫.৩০ ধারা– ১৯(f)/১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন; , এই মামলায় সে এজাহারেঅভিযুক্ত –
২। সিএমপি এর ডবলমুরিং মডেল থানার এফ আই আরনং–০৭/০৭, তারিখ– ১৪ জানু, ২০১৪; সময়– ধারা– ৩০২/৩৪পেনাল কোড–১৮৬০; , এই মামলায় সে তদন্তে অভিযুক্ত (সি এস) –
৩। সিএমপি এর ডবলমুরিং মডেল থানার এফ আই আরনং–০৫/০৫, তারিখ– ০৯ জানু, ২০১৪; সময়– ধারা– ৩৯২ পেনালকোড–১৮৬০; , এই মামলায় সে তদন্তে অভিযুক্ত