আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ২৭ জানুয়ারী নির্বাচনে আমাকে মিষ্টি কুমড়া মার্কায় ভোট দানের আহবান জানাচ্ছি। আমি আপনাদের সন্তান আমি নির্বাচিত হলে অএ পাথরঘাটা ওর্য়াডকে তাঁর আগের ঐতিহ্যে ফিরিয়ে আনবো। পাথরঘাটা ওর্য়াড একটি অসম্প্রদায়িক ওর্য়াড, এখানে যাতে হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খৃষ্টান সবাই মিলেমিশে থাকে এবং মেলবন্ধনে বসবাস করতে পারে সে ব্যবস্থা করবো।
অএ এলাকায় হতদরিদ্রদের শিক্ষার ব্যবস্থা, বয়স্কদের কে রাএিকালীন শিক্ষা দানের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা ও শিক্ষা কেন্দ্র চালু করবো। সুপেয় পানীয় জলের ব্যবস্থা করবো। অএ এলাকায় সব ধরনের উন্নয়ন কাজের ব্যবস্থা করবো। তাই আগামী ২৭শে জানুয়ারী নির্বাচনে আমাকে মিষ্টি কুমড়া মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
তিনি আজ সকালে শাহ আমানত ( রাঃ) মাজার শরীফে জেয়ারতের মাধ্যমে প্রচারনা শুরু করেন,এসময় উপস্থিত ছিলেন বিমল দাশ,সাধু দাশ,শ্যামল দাশ,নয়ন দাশ,সুনিল দাশ,অভয় দাশ,বাচন দাশ,মোঃ রফিক,সালাউদ্দিন, শামসু, নসু এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।