শাহজাহান চৌধুরী শাহীন।কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে খাল থেকে অবৈধ বালি উত্তোলনের সময় পাহাড় ধ্বসে নুরুল কবির (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
১৭ জানুয়ারী ১৭ জানুয়ারী (রবিবার) বিকেলে ইউনিয়নের গোদারফাঁড়ি মধুরশিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
তিনি খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জয়নগর পাড়ার বাসিন্দা এবং জসিম ড্রাইভার ভাড়া বাসায় থাকতেন ও এক সন্তানের জনক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে, খুটাখালী এলাকার একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে খুটাখালী খাল থেকে এবং ফুলছড়ি বিট ও খুটাখালী বিটের অধীনে পাহাড়ি বিভিন্ন স্থান থেকে বালি উত্তোলন করে আসছিল। বরাবরের মতো খুটাখালী গোদারফাঁড়ি মধুরশিয়া এলাকায় বালি উত্তোলনের জন্য সংঘবদ্ধ বালি খেকো সিন্ডিকেট ১০০/১৫০ জন শ্রমিক দিয়ে খাল ও পাহাড় কেটে বালি উত্তোলন করছিল।
১৭ জানুয়ারী বিকালে বালি উত্তোলনের সময় হঠাৎ পাহাড় ধ্বসে পড়ে পাহাড়ি মাটিতে চাপা পড়ে যায় বালি শ্রমিক নুর কবির।
এতে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয় সাইফুল নামের সিন্ডিকেট প্রধানের অধীনে তিনি বালি শ্রমিকের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় চাপা পড়ে শ্রমিক নুর করিব মারা গেছে, এটা শুনেছি। তার মরদেহ নিজ বাড়িতে রয়েছে।
তবে একটি পক্ষের দাবী সে পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে।