আয়াজ আহমাদ :ইং ১১/০১/২০২১ তারিখ ২৩.২০ ঘটিকায় কোতোয়ালীথানাধীন নতুন রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে বিশেষ অভিযানপরিচালনা করে মোঃ মুনতাসিরুল ইসলাম চৌধুরী প্রকাশইমতিয়াজকে ৮০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেনগরীর কোতোয়ালি থানা পুলিশ।
তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদেরএক পর্যায়ে সে উক্ত ইয়াবা ট্যাবলেট গুলি কক্সবাজার জেলারউখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের লিয়াকত আলীপ্রঃ মাঝি এর নিকট হতে ক্রয় করেছে মর্মে জানায়। উক্ত তথ্যেরভিত্তিতে গ্রেফতারকৃত মোঃ মুনতাসিরুল ইসলাম চৌধুরী প্রঃইমতিয়াজকে সহ অদ্য ১২/০১/২০২১ ইং কক্সবাজার জেলারউখিয়া থানা পুলিশের সহায়তায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পেঅভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী লিয়াকত আলীকেগ্রেফতার করা হয়। এ সংক্রান্তে কোতোয়ালি থানায় নিয়মিতমামলা রুজু করা হয়।