মোঃ রিয়াজ উদ্দীন ঃ আজ (১২/০১/২১) রোজ মঙ্গলবার আনুমানিক দুপুর ১ টা ১৫মিনিটে খুলশী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান এর নেতৃত্বে এবং সঙ্গীয় অফিসার এসআই মোহাম্মদ হোসাইন, এসআই সফিউদ্দিন ভূঁইয়া, এসআই আব্দুল হাই,এসআই খাজা এনাম এলাহী,
এসআই রেজাউল করিম,এসআই সাইফুল ইসলাম ও এসআই ইউসুফ আলী সহ সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকা হইতে গ্রেপ্তারি পরোয়ানা মুলে মোঃ মাসুদ কামাল (প্রকাশ কিলার কামাল)(৪২)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মাসুদ কামাল বরগুনা জেলা,পাথরঘাটা থানা, নাচনাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের সন্তান বলে জানা গেছে।
গ্রেফতারকৃত কামাল বর্তমানে ডেবারপাড় কুসুমবাগ আবাসিক এলাকায় বিএনপি গলি, নেতা সেলিমের বাড়ি,খুলশী চট্টগ্রাম এ বসবাস করে আসছিল।
গ্রেফতারকৃত আসামি কামালের বিরুদ্ধে মাদক দ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ বিভিন্ন থানায় প্রায় ১৫ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।