যমজ দুই সন্তান জিহান ও জিদানের জন্য বাঁচতে চাই ফয়সাল সিকদার
আপনার পরিচিত কেউ কি আছে? শিক্ষানবিশ আইনজীবী ফয়সাল সিকদারের দুটি কিডনিই বিকল। জরুরি ভিত্তিতে একজন ও+ (O+) কিডনি ডোনার দরকার। মানবিক ও সহানুভূতিশীল হয়ে সেচ্ছায় কেউ যদি একটি কিডনি দান করেন তাহলে কিডনি প্রতিস্থাপন করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব ফয়সাল সিকদারকে। কেউ যদি জীবন দান করার মতো পৃথিবীর সবচেয়ে মহৎ কাজে এগিয়ে আসতে চান? তাহলে আপনার দান আমৃত্যু ফয়সাল সিকদার নিজের শরীরে বহন করবে এবং আপনাদের জন্য মহান সৃষ্টিকর্তার কারণ প্রার্থনা করে যাবে জীবনভর। ফয়সাল সিকদারের মাত্র ১১ মাসের ২ টি যমজ পুত্র সন্তান রয়েছে। অবুঝ দুই সন্তান জিহান ও জিদানের জন্য বাঁচার আকুতি ঝড়ছে তার চোখে মুখে। সকলের আন্তরিক সহোযোগিতা ও দোয়া তার খুবই প্রয়োজন।
বিঃদ্রঃ পাসপোর্টধারী হলে ভালো হয়। না থাকলেও চলবে।
যোগাযোগ করার নাম্বার – 01682331161 , 01917025515 , 01713606825 , 01717098436।