ডবলমুরিং থানা মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ কর্মসূচি আগ্রাবাদ ২৭ নং ওয়ার্ডের সিডিএ চত্বরে অনুষ্ঠিত হয়। ডবলমুরিং থানা মানবাধিকার সভাপতি মোঃ আবদুর রব এর সভাপতিত্বে এতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন থানা কমিটির সহ-সভাপতি খন্দকার কছির উদ্দিন, মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক সামসুদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোখলেছার রহমান। সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ আবদুর রহিম, মোহাম্মদ লিটন,
মোঃ জসিম, মোঃ সোহেল প্রমুখ। প্রধান অতিথি বলেন, গরীব দুঃখী অসহায় মানুষকে ভালবাসার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়। তাই সুবিধা বঞ্চিতদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহবান জানান।