৪ জানুয়ারি মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ভেজাল গুড় তৈরির দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রায় ১০ মন গুড় নষ্ট করে দেয়া হয় বলেও জানা গেছে। অভিযানসূত্রে জানা যায়, ২ কেজি ঝোলা গুড়ের সাথে ১০০ কেজি চিনি মিশিয়ে গুড় তৈরি করে অনেকে। ভেজাল গুড় তৈরির দায়ে হরিরামপুরের হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার টাকা, রমজান আলীকে ১০ হাজার টাকা এবং গোপীনাথপুর মজমপাড়া গ্রামের একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল জানান, ভেজাল গুড় তৈরির দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলামসহ আনসার ব্যাটিলিয়নের সদস্যরা সহায়তা করেন।