বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২৯০ পিস ইয়াবা সহ ০১ জনকে গ্রেফতার করেছে সিএমপির পাহাড়তলী থানা পুলিশ।
সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) ত্রিরতন বড়–য়া, এএসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল আলম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাহাড়তলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০১/২০২১খ্রিঃ তারিখ ০৭:৪৫ ঘটিকায় চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২৯০ পিস ইয়াবা সহ মোঃ বাদশা মিয়া (৩৩) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতঃ ১। মোঃ বাদশা মিয়া (৩৩), পিতা-মৃত আজিজুর রহমান প্রকাশ লেদ মিয়া, মাতা-আবেদা খাতুন, স্ত্রী-সাহেদা বেগম, সাং-ফজু সওদাগরের বাড়ী, এওচিয়া রাহা জানি বাপের বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম ।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।