বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, স্বাস্থ্য সেবায় হোমিওপ্যথির গুরুত্বপূর্ন অবদান রয়েছে।
বর্তমান সরকার হোমিও বান্ধব সরকার, এই খাতের উন্নয়নে সরকার খুবই আন্তরিক। তিনি চিকিৎসা পেশাকে বাণিজ্যিকভাবে না নিয়ে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
জনাব রেজাউল করিম ‘বাংলাদেশ হোমিওপ্যথিক মেডিক্যাল এসোসিয়েশন (বিএইচএমএ)’ চান্দগাঁও থানার নেতৃবৃন্দ গত ৩ জানুয়ারী দুপুরে তার বহদ্দারহাটস্থ বাসভবনে তার সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মিলিত হলে এ কথাগুলো বলেন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃ সাগর চন্দ্র দে, সাধারণ সম্পাদক ডাঃ এসকে দেব সজল,
সংগঠক প্রণব রাজ বড়–য়া, উপদেষ্টা মুক্তিযোদ্ধা প্রদ্যুত কুমার বড়–য়া, বুলবুল ভট্টাচার্য্য, ডাঃ হারাধন দাশ, ডাঃ আকরামুল ইসলাম, ডাঃ আশুতোষ নাথ ও সমাজ কর্মী সন্তোষ ঘোষ প্রমুখ।