০৫ তারিখ আনুমানিক রাত ০২:৩০ ঘটিকারসিএমপি’র চকবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃরুহুল আমীন এর নেতৃত্বে চকবাজার থানার টিম চকবাজারথানাধীন,
তেলিপট্টি মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি ছোরাসহ সৌরভ উদ্দিন বাপ্পা প্রকাশবাপ্পারাজ (২৯) কে গ্রেফতার করেন। সৌরভ উদ্দিন বাপ্পাপ্রকাশ বাপ্পারাজ (২৯) নামে চট্টগ্রাম মহানগরের বিভিন্নথানায় ১১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিতমামলা দায়ের করা হয়েছে।