বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০০ পিস ইয়াবা সহ ০১ জনকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
গ্রেফতারকৃতঃ ০১। মোঃ এরশাদ (৩৭), পিতা-আবদুর রহমান, মাতা-মিনারা বেগম, সাং-পল্লানপ পাড়া, আব্দুল আয়েজ এর বাড়ী, ডাকঘর-টেকনাফ(৪৭৬০), ওয়ার্ড নং-০৪, ০৩নং টেকনাফ ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমানে- ওয়াসা বালুর টাল, রেদুয়ানের ভাড়াটিয়া, মধ্যম মহেড়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ।
মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব মোঃ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার(বন্দর) জনাব মোহাম্মদ গোলাম ছারোয়ার এর ,
তত্ত্বাবধানের পুলিশ পরিদর্শক জনাব মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে ১৮ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৪/১২/২০২০ ইং তারিখ ২০:৫০ ঘটিকায় চট্টমের চান্দগাঁও থানাধীন কালুরঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০০ পিস ইয়াবা সহ মোঃ এরশাদ (৩৭) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।