Home চট্টগ্রাম মোজাহেরিয়া খালেকিয়া দরবার শরীফ’র ওরস সম্পন্ন

মোজাহেরিয়া খালেকিয়া দরবার শরীফ’র ওরস সম্পন্ন

0 0

নিজস্ব প্রতিবেদক :চকরিয়ায় মোজাহেরিয়া খালেকিয়া দরবার শরীফ এর ৪২ তম ওরশ শরীফ গত ২ ডিসেম্বর সম্পন্ন হয়েছে ।
মোজাহেরিয়া খালেকিয়া দরবার শরীফের প্রধান খলিফা হযরত মাওলানা আলহাজ্ব দানিয়াল আলম ইয়াছিন কুতুবী (মাঃদঃজি) এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত ওরস শরীফে হাজারো ভক্ত বৃন্দ অংশগ্রহণ করেন ।

প্রত্যুষে কোরআন তেলাওয়াত ও খালেকিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত খালেক শাহ’র মাজারে গিলাফ চড়ানোর মাধ্যমে উক্ত ওরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয় ।

ওরস শরীফে হামদ-নাত , ইসলামিক গজল পরিবেশন ও কোরআন -হাদিসের আলোকে বয়ান করেন বিশিষ্ট ইসলামিক স্কলাররা ।

সব শেষে মুসলিম উম্মাহ এবং সকলের কল্যাণ কামনায় আখেরী মুনাজাত ও ভক্তবৃন্দ দের মাঝে তবরূক বিতরনের মাধ্যমে ওরস শরিফের আনুষ্ঠানিকতা শেষ হয় ।

NO COMMENTS

Leave a Reply