বন্দর নগরী ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং মোড় সংলগ্নএলাকায় অভিযান পরিচালনা করে ৭০১০/- টাকা, ০৯টি তাসেরবান্ডিল ও ০১টি গোলাকৃতি চড়কি নামক জুয়া সরঞ্জাম সহ ১০জন কে গ্রেফতার করেছে মহানগর মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
গ্রেফতারকৃতঃ ১) মোঃ হলুদ মিয়া (৩২), পিতা–মৃত আব্দুলমুনাফ, মাতা–মৃত আছিয়া আক্তার, স্ত্রী–শোভা বেগম, সাং–বলাইশিমুল, দক্ষিণ পাড়া, হুবের বাড়ি, থানা–কেন্দুয়া, জেলা–নেত্রকোনা, বর্তমানে–মুসলিমাবাদ, জমিরের ভাড়াঘর, কাঠগড়, থানা–পতেঙ্গা, জেলা–চট্টগ্রাম, ২) মোঃ মাঈনুল ইসলাম(৩২), পিতা–মৃত মোঃ আতাহার, মাতা–মিনা আক্তার, স্ত্রী–হোসনেআক্তার, সাং–পশ্চিম ঝাউয়ার,
পশ্চিম পাড়া, সাহেব বাড়ি, থানা–তাড়াইল, জেলা–কিশোরগঞ্জ, বর্তমানে–মুসলিমাবাদ, নুরইসলামের বাড়ি, কাঠগড়, থানা–পতেঙ্গা, জেলা–চট্টগ্রাম, ৩) মোঃমতিউর রহমান(৪০), পিতা– মজিবুর রহমান, মাতা– রহিমাবেগম, স্ত্রী– হাসনা আক্তার, সাং– উজ্জলপুর পশ্চিম বাড়ি, বলাইশিমুল ইউপি, থানা– কেন্দুয়া, জেলা– নেত্রকোন, বর্তমানে– মুসলিমাবাদ,
খাদিম মঞ্জিল, কাঠগড়, থানা–পতেঙ্গা, জেলা–চট্টগ্রাম, ৪) মোঃ জাহাঙ্গীর(৩৩), পিতা– মৃত মইজ উদ্দিন, মাতা– আনোয়ারা বেগম, স্ত্রী– রিতা বেগম, সাং– শিমুলপুর, দিক্ষনপাড়া, থানা– কেন্দুয়া, জেলা– নেত্রকোনা, বর্তামনে– হক সাহেবেরগলি, আইয়ুব কন্ট্রাক্টার এর ভাড়া ঘরা, নারিকেল তলা, থানা– ইপিজেড, জেলা– চট্টগ্রাম, ৫) মোঃ মুকাব্বীর মিয়া(২৪), পিতা– মোঃ আব্দুল সালেক, মাতা– মোসাম্মৎ জিনুয়ারা বেগম,
স্ত্রী– মোসাম্মৎ আফরোজা আক্তর, সাং– চিকনী, মসজিদ উল্লাহবাড়ি, তাইল জাঙ্গা ইউপি, থানা– তাড়াইল, জেলা– কিশোগঞ্জ, বর্তমানে– মুসলিমাবাদ, জসিমের ভাড়া ঘর, কাঠগড়, থানা–পতেঙ্গা, জেলা–চট্টগ্রাম, ৬) মোঃ কিরন আহম্মেদ (২৫), পিতা– আব্দুল হাসেম, মাতা– ফরিদা বেগম, স্ত্রী– জেসমিন আক্তার, সাং– জুরাইন উত্তর পাড়া, থানা– কেন্দুয়া,
জেলা– নেত্রকোনা, বর্তমানে– মুসলিমাবাদ, চৌধুরী গলি, আলিয়া মাদ্রাসার পশ্চিমপাশের্^, কাঠগড়, থানা–পতেঙ্গা, জেলা–চট্টগ্রাম, ৭) মোঃ কালামমিয়া(৩২), পিতা– মোঃ করিম হোসেন, মাতা– হোসনে আরা, স্ত্রী– মোসাম্মৎ মনিরা, সাং– গন্ধর্ব্যপুর, মুন্সি বাড়ি, রাইটুটি ১নংইউপি, থানা– ইটনা, জেলা– কিশোগঞ্জ, বর্তমানে– মুসলিমাবাদ, সাঈদুর রহমানের ভাড়া ঘর, কাঠগড়, থানা–পতেঙ্গা, জেলা–চট্টগ্রাম, ৮) মোঃ সাফায়েত(৩২), পিতা– আব্দুস ছাত্তার, মাতা– অজুদ বানু,
স্ত্রী– পরভীন আক্তার, সাং– উজ্জল পুর, পশ্চিমবাড়ি @ বুলবুল চেয়ারম্যান এর বাড়ি, থানা– কেন্দুয়া, জেলা– নেত্রকোনা, বর্তমানে– মুসলিমাবাদ, মনিরের টিনসেড ভাড়া ঘর, কাঠগড়, থানা–পতেঙ্গা, জেলা–চট্টগ্রাম, ৯) মোঃ আব্দুল কাদির(৩০), পিতা– আব্দুল মোতালেব, মাতা– আমেনা খাতুন, স্ত্রী– রেখা বেগম, সাং– দাউদপুর, বাসাটি নয়াপাড়া পূর্ব বাড়ি, থানা– তাড়াইল, জেলা– কিশোগঞ্জ, বর্তমানে– মুসলিমাবাদ, নুরইসলামের ভাড়া ঘর, কাঠগড়, থানা–পতেঙ্গা,
জেলা–চট্টগ্রাম, ১০) মোঃ মোখলেছ(২৮), পিতা– মৃত পঞ্জু মিয়া, মাতা– বেগম আক্তার, স্ত্রী– মর্জিনা আক্তার, সাং– দাউদপুর উত্তর পাড়া, ওয়ার্ড নং–২, রাউথি ইউপি, থানা– তাড়াইল, জেলা– কিশোরগঞ্জ, বর্তমানে– মুসলিমাবাদ, বাবুলের ভাড়া ঘর, কাঠগড়, থানা–পতেঙ্গা, জেলা–চট্টগ্রাম।
মহানগর গোয়েন্দা (পশ্চিম–বন্দর) বিভাগের উপ পুলিশকমিশনার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি–বন্দর) জনাবমোঃ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি–বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশপরিদর্শক জনাব মোঃ জাহেদুল কবির এর নেতৃত্বে ১৭ নং টিমগোপন সংবাদের ভিত্তিতে ০২/১২/২০২০খ্রিঃ তারিখ রাত ২৩.৩০ঘটিকায় চট্টগ্রামের ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং মোড়সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০১০/- টাকা, ০৯টিতাসের বান্ডিল ও ০১টি গোলাকৃতি চড়কি সহ মোঃ হলুদ মিয়া(৩২),
মোঃ মাঈনুল ইসলাম(৩২), মোঃ মতিউর রহমান(৪০), মোঃ জাহাঙ্গীর(৩৩), মোঃ মুকাব্বীর মিয়া(২৪), মোঃ কিরনআহম্মেদ (২৫), মোঃ কালাম মিয়া(৩২), মোঃ সাফায়েত(৩২), মোঃ আব্দুল কাদির (৩০) ও মোঃ মোখলেছ(২৮) কে গ্রেফতারকরেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিতমামলা দায়ের করা হয়েছে।