বন্দর নগরী চট্টগ্রামের চকবাজার থানাধীন দামপাড়াএলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদসহ ০১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃতঃ ১। মোঃ মাহবুবুর রহমান প্রকাশমাহবুব(৪৮), পিতা– মৃত কালু মিয়া, মাতা– মৃত মরিয়ম খাতুন, সাং– বাণী গ্রাম(রেহেনার বাপের বাড়ী) বাজারের পূর্ব পাশেমাহবুব এর নতুন বাড়ী,২নং ওয়ার্ড,
থানা–বাঁশখালী, জেলা– চট্টগ্রাম,বর্তমানে–দামপাড়া ১৭ নং পল্টন রোডস্থ মান্নানসওদাগরের বাড়ীর (শামীমা আক্তারের বাড়ী) সেমি পাকা ২নংরুমে ভাড়াটিয়া,থানা–চকবাজার,জেলা–চট্টগ্রাম ।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী পুলিশকমিশনার জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশপরিদর্শক জনাব মোঃ মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ৩নংবিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৩/১২/২০২০খ্রিঃসকাল ০৯.৩০ ঘটিকায় চট্টগ্রামের চকবাজার থানাধীনদামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতলবিদেশী মদ সহ মোঃ মাহবুবুর রহমান প্রকাশ মাহবুব(৪৮) কেগ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিতমামলা রুজু করা হয়েছে।