আয়াজ আহমাদ :চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকোণের ফিচার এডিটর কবি এজাজ ইফসুফীর মাতা জনাবা সখিনা ইউসুফী (৮৬) গতকাল ১৪ নভেম্বর শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
শনিবার বাদ যোহর পাঁচলাইশস্থ মক্কি মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে মরহুমা সখিনা ইউসুফীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
এক যুক্ত বিবৃতিতে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এবং সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা,