আয়াজ আহমাদ :অদ্য ১৩ অক্টোবর, ২০২০ খ্রী. ১১:০০ ঘটিকায় বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরস্থ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সেএক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।
বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জ ডি আই জি জনাব মোঃআনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
সভায় চট্টগ্রাম রেঞ্জ, সিএমপি ও বিভিন্ন ইউনিটের সকলস্তরের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। আইজিপি মহোদয়বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন ওতাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। তিনি সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ওঅর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম–সেবা, অতিরিক্ত পুলিশকমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব এস. এম. মোস্তাকআহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), উপ–পুলিশকমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশেরঅন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।