মোহাম্মদ শাহেদ, বাঁশখালী, চট্টগ্রাম।বাঁশখালীর প্রথম সাংসদ, বীর মুক্তিযোদ্ধা শাহ-ই জাহান চৌধুরী- তিনি আজ বেলা ১২.৩০ মিনিটের দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি গত মাসের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন।
শাহ-ই জাহান চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ৬ দফা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৬৯ এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতিসহ বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৩ সালে জাতীর জনক বঙ্গবন্ধুর হাতে গড়া প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাঁশখালী আসন থেকে এমপি নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ৩নং খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিম হায়দারের পক্ষ থেকে গভীর শোক শোকবার্তা পাঠিয়েছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।