Home চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানায় কর্মরত এএসআই আবুল বাশার ভূঁইয়ার ছেলে মোটরসাইকেল আরোহী নিহত...

বায়েজিদ বোস্তামী থানায় কর্মরত এএসআই আবুল বাশার ভূঁইয়ার ছেলে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

0 0

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ট্রাকের ধাক্কায় ফয়সাল ভূঁইয়া নামের এক । একই ঘটনায় তার ছোট ভাই ফাহিম ভূঁইয়াও আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাতটায় বায়েজিদ থানার ডিওএইচএস গেটের বিপরীতে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা বায়েজিদ বোস্তামী থানায় কর্মরত এএসআই আবুল বাশার ভূঁইয়ার ছেলে ও পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা।

জানা গেছে, বায়েজিদের শেরশাহ কলোনির বাসায় যাওয়ার পথে ডিওএইচএস গেট এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা ফয়সাল ও ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে মারা যান ফয়সাল।

বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বলেন, ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। আমরা ট্রাকটি জব্দ করেছি এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফাহিম হাসপাতালে ভর্তি রয়েছেন।

NO COMMENTS

Leave a Reply