হাটহাজারী¯’ শিকারপুর শ্রী শ্রী মগদ্বেশরী মন্দিরের সাধারণ সম্পাদক ডা. স্বপন তালুকদার ও তার মেয়েসহ রাতে চেম্বার থেকে বাড়ী ফেরার সময় শিকারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাম্মো পুকুরের উত্তর পাড়ে তাদেরকে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে সম্প্রতি ৭/৮ জন মুখোশধারী অজ্ঞাতনামা সন্ত্রাসী হামলা করে। এসময় তাদের আত্ম চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে ঘটনা¯’ল ত্যাগ করতে সমর্থ হয়।
এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান শ্রী শ্রী মগদ্বেশরী মন্দির কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য ডা. স্বপন তালুকদার এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং তার সাথে কারো ব্যক্তিগত শত্রæতা নেই।