Home চট্টগ্রাম কক্সবাজারে বনবিভাগ ও পরিবেশের যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারে বনবিভাগ ও পরিবেশের যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0 0

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ৬ অক্টোবর।।

কক্সবাজার উত্তর বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত মুরগীর ফার্ম উচ্ছেদ করা হয়েছে।
৬ অক্টোবর মঙলবার সকাল সাড়ে ১০ টার দিকে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সদরের পিএমখালী রেঞ্জের স্টাফ, বিশেষ টহল বাহিনী ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার যৌথভাবে এ অভিযান চালায়।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, দুষ্কৃতীকারীরা অবৈধ ভাবে সরকারী পিএফ বনভূমি জবর দখল করে সেখানে মুরগির ফার্ম নির্মানের চেস্টা চালায়। স্থাপন করা হয় কংক্রিটের তৈরি পাকা পিলার।
তিনি বলেন,পিএমখালী রেঞ্জের স্টাফ, বিশেষ টহল বাহিনী ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার যৌথভাবে এ অভিযান চালিয়ে পিএফ ভুমিতে তৈরি মুরগীর ফার্ম গুড়িয়ে দেয়া হয় এবং সদ্য
স্থাপন করা কংক্রিটের তৈরি পাকা পিলার নষ্ট করা হয়েছে।
এছাড়া একই অভিযানে বনভূমিতে অবৈধ ভাবে নির্মাণাধীন একটি পান বরজ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ।
অপরাধীদের বিরুদ্ধে পিও আর বন মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান এই বন কর্মকর্তা

NO COMMENTS

Leave a Reply