মোহাম্মদ তানভীর :বিশিষ্ট সমাজসেবক , শিল্পপতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবদুল্লাহ আল মামুন নিশাত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর এডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ।
আজ ২৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মোঃ মাসুদ করিম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই কমিটি ঘোষণা করা হয় । সদস্য নির্বাচিত হওয়ায় অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আব্দুল্লাহ-আল-মামুন নিশাত বলেন ”
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর সদস্য নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত এবং অভিভূত । সমগ্র বাংলাদেশ ব্যাপী ব্যাডমিন্টন খেলার বিকাশ ও প্রসারের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব ।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নিশাত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনগুলো তাকে অভিনন্দন জানিয়েছেন ।