শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ১৯ সেপ্টেম্বর।
কক্সবাজারের উখিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই রায়হান (২৬) খুন হয়েছে। ঘাতক বড়ভাই রিপন (৪০) ও তার স্ত্রীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে। নিহত রায়হান মৃত নুরুল কবিরের ছোট ছেলে।
এর আগে মাকেও হত্যার অভিযোগ রয়েছে ঘাতক ছেলে রিপনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দু’ভাইয়ের মধ্যে জমির কাগজপত্র নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই মোরশেদ কবির রিপন অতর্কিত অবস্থায় কিরিচ নিয়ে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, দেড় বছর আগে মা নূর মহল চৌধুরীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ রয়েছে ঘাতক ছেলে রিপন এর বিরুদ্ধে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মরজিনা আক্তার মরজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড় ভাই মোরশেদ কবির রিপন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।