নেছার আহম্মেদ : টেকনাফে ওসি প্রদীপের নির্মমনির্যাতনের শিকার সাংবাদিক ফরিদুল মোস্তফার চিকিৎসা সহায়তার জন্য পায়েল ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় সদস্য সোহাগ আরেফিন এর নিকট দশ হাজার টাকার চেক হস্তান্তর করলেন পায়েল ফাউন্ডেশন এর
চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু।
এ সময় উপস্থিত ছিলেনসাইফ পাওয়ারটেক লিমিটেড এরসিনিয়র ম্যানেজার, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের রেজাউল করিম, যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ হালিশহর শাখার সভাপতি
নুরউদ্দিন মিল্টন, হালিশহর থানা যুবলীগ নেতা- জয় মামুন ও রানা প্রমুখ।
পায়েল ফাউন্ডেশন এর চেয়ারম্যান বলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর এ উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং পায়েল ফাউন্ডেশন কে সাংবাদিকদের কল্যান এ পাশে পাবেন বলে আশ্বাস প্রদান করেন।